thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ

২০১৭ অক্টোবর ১২ ১১:০৯:০২
বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ

দ্য রিপোর্ট ডেস্ক : বিশ্ব আর্থ্রাইটিস দিবস বৃহস্পতিবার (১২ অক্টোবর)। বাংলাদেশেও দিবসটি বিশ্বের অন্যান্য দেশের মতো পালিত হচ্ছে। বেসরকারি পর্যায়ে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করা হয়।

বিশেষজ্ঞরা বলেছেন, আর্থ্রাইটিসের প্রধান সমস্যা হলো টেনিস এলবো ও কনুই সমস্যা। জয়েন্ট বা অস্থিসন্ধির ব্যথার মূল কারণ এর প্রদাহ। বিশ্বব্যাপী আর্থ্রাইটিসে আক্রান্তের সংখ্যা অনেক।

টেনিস এলবো একটি ইনজুরি জাতীয় সমস্যা। টেনিস খেলোয়াড়দের এ সমস্যা বেশি দেখা দেয় বলে একে টেনিস এলবো বলা হয়। এ ছাড়া ক্রিকেট, গলফ, ব্যাডমিন্টন, ভলিবল ও তীর নিক্ষেপ খেলাতেও এ ধরনের সমস্যা দেখা দিতে পারে। দীর্ঘ দিন ধরে এভাবে চলতে থাকলে মাংশপেশির শক্তি ও হাতের কর্মক্ষমতা কমে আসে।

বিশেষজ্ঞদের মতে, আর্থ্রাইটিসে আক্রান্তের জোড়ায় জোড়ায় ব্যথা থাকে এবং এ ব্যথা ধীরে ধীরে বিস্তার লাভ করে। হাত-পায়ের ছোট ছোট জোড়া বেশি আক্রান্ত হয়। প্রায়ই সমানভাবে দুই পাশের অর্থাৎ ডান ও বাম দিকের জোড়াগুলোতে ব্যথা হয়। অনেক সময় ঘাড়েও ব্যথা হতে পারে। এ রোগের ব্যথা কাজ করলে কমে, বিশ্রাম নিলে বেড়ে যায়।

(দ্য রিপোর্ট/এনটি/অক্টোবর ১২, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর