thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৭ জানুয়ারি 25, ২৩ পৌষ ১৪৩১,  ৭ রজব 1446

৩৪০ লাখ লিটার জমজমের পানি পাবে হাজিরা

২০১৩ অক্টোবর ০৮ ১৬:৫৪:০১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
৩৪০ লাখ লিটার জমজমের পানি পাবে হাজিরা
দিরিপোর্ট২৪ : চলতি হজ মৌসুমে হাজিদের ৩৪০ লাখ লিটার জমজমের পানি সরবরাহে সিদ্ধান্ত নিয়েছে সৌদি কর্তৃপক্ষ।

দেশটির হজ মন্ত্রণালয় জানায়, তিন ধাপে পর্যায়ক্রমে হাজীদের মধ্যে জমজমের পানি বিতরণ করা হবে। প্রথম দফায় ৩৩০মিলিলিটারের প্লাস্টিকের বোতলে করে জেদ্দা ও মদিনায় এটি সরবরাহ করা হয়েছে।

দ্বিতীয় দফায় হাজিদের বাসার জন্য ২০লিটারের প্লাস্টিকের ড্রামে করে সরবরাহ করা হবে। হজের আনুষ্ঠানিকতা শেষ করে মিনা থেকে ফেরার পর জমজমের পানিভর্তি ৩৩০মিলিলিটারের আরেকটি বোতলে সরবরাহ করা হবে হাজিদের।

দেশটির হজমন্ত্রী বানদার হাজর ইতিমধ্যে কাজটির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন।


জেদ্দা কনস্যুলেটের কনসাল (হজ) আসাদুজ্জামান এ প্রসঙ্গে বলেন, এ বছর প্রত্যেক হাজি ১০লিটারের এক বোতল পানি দেশে নিতে পারবেন।

তিনি আরো জানান, হাজিরা নিজ উদ্যোগে জমজমের পানি সংগ্রহ করলে সেই পানি এয়ারলাইন্স গ্রহণ করবে না।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/এমডি/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর