thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

শিশু মামুন হত্যা : আসামি বকুলের মৃত্যুদণ্ড বহাল

২০১৭ অক্টোবর ৩০ ১৮:০৯:৩২
শিশু মামুন হত্যা : আসামি বকুলের মৃত্যুদণ্ড বহাল

দ্য রিপোর্ট প্রতিবেদক : টাঙ্গাইলের মির্জাপুরে শিশু মামুনকে অপহরণ ও হত্যার দায়ে আসামি বকুলের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাই কোর্ট। একই সঙ্গে এ মামলায় বিচারিক আদালতে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ পাওয়া পলাতক সেলিমের দণ্ডও বহাল রাখা হয়েছে উচ্চ আদালতের রায়ে।

বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের হাই কোর্ট বেঞ্চ সোমবার (৩০ অক্টোবর) এ রায় ঘোষণা করে।

এই আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. বশির উল্লাহ রায়ের পর গণমাধ্যমকে বলেছেন, ‘বিচারকি আদালত যে রায় দিয়েছিল, তাই বহাল রেখেছে হাই কোর্ট।’

মামলার নথি থেকে জানা যায়, মির্জাপুরের ত্রিমোহন গ্রামের মাজেদুর রহমানের ছেলে তৃতীয় শ্রেণী পড়ুয়া মামুন তার মামা আনোয়ার হোসেনের বাড়িতে থেকে পড়াশুনা করত। ২০০৩ সালে ২৩ মার্চ আসামিরা তাকে অপহরণ করে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরিবার মুক্তিপণের টাকা দিতে ব্যর্থ হওয়ায় তাকে হত্যা করা হয়। পরে মামুনের বস্তাবন্দি লাশ আসামি বকুলের বাড়ি থেকে উদ্ধার করে পুলিশ।

ওই মামলার রায়ে ২০১০ সালের ৩০ ডিসেম্বর আসামি বকুলকে মৃত্যুদণ্ড এবং পলাতক আসামি সেলিমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৪ এর বিচারক রেজা করিম।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল বশির উল্লাহ জানিয়েছেন, দুই আসামির বাড়িই মির্জাপুরের ত্রিমোহন এলাকায়।

হাই কোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল না করলে বকুলের মৃত্যুদণ্ড কার্যকর করতে বাধা থাকবে না বলে জানান তিনি।

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ৩০, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর