thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

রেজিস্ট্রেশনে ভুল, পরীক্ষা দিতে পারছে না ৯১ শিক্ষার্থী

২০১৭ অক্টোবর ৩১ ২১:৫৯:০৭
রেজিস্ট্রেশনে ভুল, পরীক্ষা দিতে পারছে না ৯১ শিক্ষার্থী

যশোর অফিস : জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা শুরু হচ্ছে বুধবার (১ নভেম্বর) । এবার যশোর শিক্ষা বোর্ডের খুলনা বিভাগের ১০ জেলার দুই লাখ ২২ হাজার ৮৩৯ জন শিক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছে। গত বছর পরীক্ষার্থী ছিল দুই লাখ ১৮ হাজার ৭০৪ জন। তবে রেজিস্ট্রেশনে ভুল থাকার কারণে এবার বোর্ডের ৯১ শিক্ষার্থী পরীক্ষায় বসতে পারছে না।

বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র বলেছেন, ‘সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ধরণের প্রস্তুতি নেওয়া হয়েছে। আশা করছি, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা সম্পন্ন হবে। রেজিস্ট্রশন সংশোধনের জন্য সময় দেওয়া হয়েছিল। বর্ধিত সময়ে অনেকে সংশোধন করেছে। কয়েকজনকে সোমবারও সংশোধনের সুযোগ দেওয়া হয়। কিন্তু ৯১ শিক্ষার্থী এই সুযোগ না নেওয়ায় তারা এবার পরীক্ষায় অংশ নিতে পারছে না।’

(দ্য রিপোর্ট/জেডটি/অক্টোবর ৩১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর