thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কাকরাইলে মা-ছেলে খুন

২০১৭ নভেম্বর ০১ ১৯:৪০:৫৯
কাকরাইলে মা-ছেলে খুন

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর রমনা থানার কাকরাইলে উইলস লিটল ফ্লাওয়ার স্কুলের বিপরীত দিকের একটি বাসা থেকে মা-ছেলের লাশ উদ্ধার করেছে পুলিশ।

রাজমনি প্রেক্ষাগৃহের পশ্চিম দিকে তমা সেন্টারের পাশের গলির ৭৯/১ নম্বর বাড়ির পঞ্চম তলার ফ্ল্যাটে বুধবার সন্ধ্যায় এই হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন- ওই ভবনের মালিক আব্দুল করিমের স্ত্রী শামসুন্নাহার (৪৬) ও তার ছোট ছেলে শাওন (১৭)। বাড়ির মালিক করিম তখন ঘরে ছিলেন না। তিনি ব্যবসা করেন।

সন্ধ্যায় ওই ভবনে মা-ছেলে হত্যাকাণ্ডের খবর শুনেই পুলিশ ঘটনাস্থলে যায় বলে ডিএমপির রমনা থানার পরিদর্শক (তদন্ত) আলী হোসেন জানিয়েছেন।

সন্ধ্যা ৭টার দিকে ওই ফ্ল্যাটে গিয়ে দেখা গেছে, মায়ের গলকাটা লাশ ঘরের ভিতর পড়ে ছিল। অন্যদিকে, ছেলে শাওনের রক্তাক্ত দেহ সিঁড়িতে পড়েছিল।

ঘটনাস্থলে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, নিহত দুজনের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। শাওনের মাথার কাছে একটি ছুরি পড়ে ছিল বলে জানান তিনি।

ডিএমপির রমনা বিভাগের অতিরিক্ত কমিশনার নাবিদ কামাল বলেন, ‘কীভাবে ঘটনা ঘটছে, আমরা তদন্ত করছি।’

গৃহকর্তা করিম, বাড়ির দারোয়ান ও গৃহকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা কৃষ্ণপদ।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০১, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর