thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

২০১৭ নভেম্বর ০৭ ২০:৩৮:০২
নদীতে নিখোঁজ স্কুলছাত্রীর মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রী সুমী আক্তারের(১২) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টার দিকে পুলিশ সুমীর মৃতদেহ উদ্ধার করে দুপুরে পরিবারের কাছে হস্তান্তর করে। সোমবার বিকেলে বালুচর ইউনিয়নের বালুচর বাজার এলাকার ধলেশ্বরী নদীতে নিখোঁজ হয় সুমী।

গোসল করার উদ্দেশে নদীর পানিতে ডুব দিলে হঠাৎ নদীর স্রোতে ভেসে যায় সুমী।

সুমী খাসমহল বালুচর গ্রামের হযরত আলীর মেয়ে এবং খাসমহল বালুচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ছাত্রী।

সিরাজদিখান থানার উপ-পরিদর্শক মোঃ বাশার জানান, মঙ্গলবার সকাল ১১টার দিকে বালুচর এলাকায় একটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে এবং বিনা ময়না তদন্তে সুমির পরিবারের কাছে হস্তান্তর করে।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ০৭, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর