thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

চাঁদপুরে দুর্ঘটনায় নিহত ২

২০১৭ নভেম্বর ১৩ ১৮:২৭:৪৬
চাঁদপুরে দুর্ঘটনায় নিহত ২

চাঁদপুর প্রতিনিধি : চাঁদপুরের সোমবার (১৩ নভেম্বর) পৃথক দুর্ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ছাড়া আহত হয়েছেন আরো প্রায় ১০ ব্যক্তি।

দুপুরে জেলার ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরস্তা এলাকায় সিএনজি অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারান স্বপন বেপারী (৫০)। তিনি ওই সিএনজি অটোরিকশার চালক ছিলেন। এ দুর্ঘটনায় ১০ জন আহত হন।

এদিকে, একই দিন মতলব দক্ষিণ উপজেলার নারায়নপুর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন আবুল হাসেম (৩৫) নামের একজন রং মিস্ত্রি। তিনি স্থানীয় লক্ষীপুর গ্রামের রফিক মুন্সীর ছেলে।

প্রত্যক্ষদর্শী জহির আহম্মদ জানান, বাজারের একটি বেসরকারি ব্যাংক ভবনের বাইরে হাসেম ও এমরান রং করার সময় অসতর্ক অবস্থায় পাশবর্তী অংশ দিয়ে চলে যাওয়া বৈদ্যুতিক তারে বিদ্যুতায়িত হয়। এ সময় হাসেম ঘটনাস্থলেই মারা যায়। এমরানকে চাঁদপুর সরকারী হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। তার অবস্থাও আশংকাজনক।

ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহতদের স্থানীয়দের সহযোগিতায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

আহতরা হচ্ছেন-একই পরিবারের লক্ষীপুর জেলার রামগঞ্জ উপজেলার সুন্দরা গ্রামের জসিম পাটওয়ারীর স্ত্রী রুমা বেগম (২৮), তার শিশু কন্যা জান্নাত (৫), পেয়ারা বেগম (৪০) তার কন্যা আমেনা আক্তার (৬), সালমা বেগম (৩০), তার বোন ফাতেমা বেগম (১৮) তার শিশু কন্যা মরিয়ম (২), হিমেল (১৬) মো. শহীদ উল্যাহ (৭০), তার স্ত্রী অহিদা বেগম (৬০)।

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আসিকুল আহসান চৌধুরী জানান, নিহত চালকের মরদেহ থানার মর্গে রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. আফজ হোসেন ও মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ কুতুব হোসেন পৃথক দু’টি দুর্ঘটনার হতাহতের সংখ্যা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৩, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর