thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

২০১৭ নভেম্বর ১৫ ২০:১৮:০৩
রাঙামাটিতে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির মানিকছড়িতে যাত্রীবাহী বাস উল্টে এক নারী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছে আরো ১৫ ব্যক্তি।

বুধবার রাঙামাটি-চট্টগ্রাম সড়কের মানিকছড়ি এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় উল্টে গেলে এই হতাহতের ঘটনা ঘটে।

নিহত নারীর নাম তপনী বেগম। তিনি চট্টগ্রাম শহরের আতুরার ডিপোর শান্তি নগরের বাসিন্দা।

আহত ১৫ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের একজনকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়।

আহতরা হলেন-সীমান্ত ত্রিপুরা (৩০), কিনাধন তঞ্চঙ্গ্যা (৫০),মোস্তফা কামাল (২৫),পদ্ম ভষণ চাকমা (৫০), নুরুল আলম (৫৮),উথাছি মারমা (৩০), শ্যামল ত্রিপুরা (২৬),মঙ্গল মিয়া (৫০), লালু চাকমা (৩৫), দর মনি চাকমা (৪০), মিজানুর রহমান,আব্দুল কাদির,আমান হোসেন, মোহাম্মদ আবু মুছা,টিংকু চৌধরী,প্রান্ত চৌধরী,ফজলুর নাহার।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্রতযান নামের একটি লোকাল বাস রাঙামাটি থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাওয়ার পথে শহরের মানিকছড়ি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। চালক বেপরোয়া গতিতে বাস চালানোর কারণে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি রাস্তার পাশে পাহাড়ে ধাক্কা খেয়ে রাস্তার উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই বাস চাপায় এক নারী যাত্রী নিহত হন। আহত হয় অন্তত ১৫ থেকে ১৭ জন যাত্রী।

সেনাবাহিনী ও পুলিশবাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিস সহ স্থানীয় লোকজন দুর্ঘটনা কবলিত বাসটি থেকে আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

(দ্য রিপোর্ট/জেডটি/নভেম্বর ১৫, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর