thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

সাভারে যুবককে পিটিয়ে হত্যা

২০১৭ নভেম্বর ২৬ ১২:৪৮:৩৭
সাভারে যুবককে পিটিয়ে হত্যা

সাভার প্রতিনিধি: সাভারে অজ্ঞাতপরিচয় (৩২) এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা বলে জানিয়েছে পুলিশ।

ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ব্যাংক টাউন ব্রিজের নিচ থেকে রবিবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নূরুল মিয়া বলেন, রবিবার ভোরে ব্যাংক টাউন ব্রিজের নিচে ওই যুবককে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা। সকালে পথচারীরা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। নিহতের পরনে লুঙ্গি ও শার্ট রয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর