thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

ঘনকুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় বন্ধ থাকা নৌযান চলাচল শুরু

২০১৭ নভেম্বর ২৯ ১০:১১:০৩
ঘনকুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় বন্ধ থাকা নৌযান চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি : ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌ-রুটে দুই ঘণ্টা বন্ধ থাকার পর বুধবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে ফেরিসহ সকল নৌ-যান চলাচল শুরু রয়েছে।

এদিকে ফেরি চলাচল বন্ধ থাকায় নদীর দুই পাড়ে পারাপারের অপেক্ষায় আটকা পড়ে প্রায় তিন শতাধিক যানবাহন। আটকা পড়া এসব যানবাহনের যাত্রীরা বিশেষ করে নারী ও শিশু চরম ভোগান্তির শিকার হন।

বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট ব্যবস্থাপক নাসির উদ্দিন চৌধুরী জানান, বুধবার মধ্যরাত থেকেই পদ্মায় ঘন কুয়শা পড়তে থাকে। ভেরের দিকে কুয়াশার মাত্রা বেড়ে গেলে ফেরি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। সামান্য দূরের কিছুও দেখা যাচ্ছিল না। বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে ভোর সাড়ে ৬টা থেকে ফেরি, লঞ্চসহ সকল প্রকার নৌযান চলাচল বন্ধ করা হয়।

(দ্য রিপোর্ট/এনটি/নভেম্বর ২৯, ২০১৭)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর