thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

কাশ্মীরে পাকিস্তানিদের গুলিতে ৫ ভারতীয় নিহত

২০১৮ মার্চ ১৮ ১১:৪১:৫৬
কাশ্মীরে পাকিস্তানিদের গুলিতে ৫ ভারতীয় নিহত

দ্য রিপোর্ট ডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখার পুঞ্চ জেলার বালাকোট এলাকায় পাকিস্তানি সেনাদের গুলিতে ভারতের পাঁচ বেসামরিক লোক নিহত হয়েছে বলে দাবি করেছে নয়াদিল্লি।

রবিবার (১৮ মার্চ) ভোরে একই পরিবারের ওই পাঁচজন নিহত ও দুইজন আহত হয়।

ভারতীয় গণমাধ্যমে বলা হয়েছে, রবিবার ভোরে পাকিস্তানি সেনারা যুদ্ধবিরতি লঙ্ঘন করে বালাকোট সীমান্তে উস্কানিমূলক গুলি চালায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

খবরে বলা হয়েছে, পাক সেনাদের ছোড়া গুলিতে মোহাম্মাদ রমজান, তার স্ত্রী ও তিন ছেলে নিহত হয়েছে। আর রমজানের আহত দুই মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জম্মু ও কাশ্মীরের ডিজিপি এস পি ভাইদ ঘটনার সত্যতা নিশ্চিত করে এএনআইকে বলেছেন, ভারতীয় সেনারাও এর শক্ত জবাব দিয়েছে।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে বুধবার বালাকোটের ধরতি গ্রামে পাকিস্তানি সেনাদের গুলিতে এক জওয়ান আহত হয়।

এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে আন্তর্জাতিক নিয়ন্ত্রণ রেখা লাইন অব কন্ট্রোলের (এলওসি) পুঞ্চ ও রাজোরি জেলায় পাকিস্তানি সেনাদের গুলিতে চার ভারতীয় সেনা নিহত হয়। এর মধ্যে ২২ বছর বয়সী এক ক্যাপ্টেন ছিল।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ১৮, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর