thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২১ মে 24, ৬ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১৩ জিলকদ  1445

বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বার উদ্ধার

২০১৮ মার্চ ২১ ১৩:১৫:১৯
বেনাপোল সীমান্তে ২০টি স্বর্ণের বার উদ্ধার

বেনাপোল প্রতিনিধি : বেনাপোল বন্দর থানার রঘুনাথপুর সীমান্ত থেকে পরিত্যক্ত অবস্থায় ২০টি স্বর্ণের বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার (২১ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

৪৯ বিজিবির রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার হাবিলদার মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘গোপন সূত্রে জানতে পারি বেনাপোলের সাদীপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ সোনার একটি চালান ভারতে পাচার হবে। এমন সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর বিজিবির একটি টহল দল সীমান্তের সাদীপুর গ্রামের মাঠের মধ্যে অভিযান চালায়। এ সময় কয়েক জন স্বর্ণ পাচারকারী একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ব্যাগটি ক্যাম্পে নিয়ে তল্লাশি চালিয়ে করে ২০টি সোনার বার পাওয়া যায়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো বেনাপোল বন্দর থানায় জমা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/মার্চ ২১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর