thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

মুন্সীগঞ্জে ট্রাকচাপায় ফেরিওয়ালা নিহত

২০১৮ এপ্রিল ০৩ ১৩:২৫:৪৭
মুন্সীগঞ্জে ট্রাকচাপায় ফেরিওয়ালা নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় বালুবাহী ট্রাকচাপায় মো. মহিবুল্লাহ (১৮) নামে এক ফেরিওয়ালা নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের মাওয়া চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিবুল্লাহ সুনামগঞ্জের জামালগঞ্জ থানার লক্ষ্মীপুর গ্রামের মো. আবদুর রহমানের ছেলে।

লৌহজং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান জানান, মহিবুল্লাহ সকালে মাওয়ায় চৌরাস্তার পাশে ট্রলিতে করে হালুয়া রুটি বিক্রি করছিলেন। এ সময় দ্রুতগতির একটি ঢাকাগামী বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। নিহতের মরদেহ লৌহজং থানা হেফাজতে রয়েছে। বালুবাহী ট্রাকটি জব্দ করা হয়েছে এবং ট্রাকে থাকা একজনকে আটক করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৩, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর