thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

ওয়ারীতে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

২০১৮ এপ্রিল ০৬ ০৯:১১:১২
ওয়ারীতে ‘বন্দুকযুদ্ধে’ ছিনতাইকারী নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ অজ্ঞাত এক যুবক নিহত হয়েছেন। আনুমানিক ২২ বছর বয়সী এ যুবক ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ।

শুক্রবার (৬ এপ্রিল) ভোর সাড়ে ৪টার দিকে ওয়ারির হোমিও মেডিকেলের পেছনের গলিতে এ ঘটনা ঘটে।

পরে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজান গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওয়ারীর থানার উপ-পরিদর্শক (এসআই) মিজান জানান, ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় হোমিও কলেজের পেছনে ছিনতাইয়ের প্রস্তুতিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই যুবক গুলি চালায়। এতে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে গুরুতর আহত অবস্থায় ভোর ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. বাচ্চু মিয়া জানান, বন্দুকযুদ্ধে নিহত যুবকের লাশ ঢামেকের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। তবে তার নাম ঠিকানা জানা যায়নি।লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর