thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

নরসিংদীতে বাসচাপা, মোটরসাইকেলের ৪ আরোহী নিহত

২০১৮ এপ্রিল ০৬ ০৯:২২:০২
নরসিংদীতে বাসচাপা, মোটরসাইকেলের ৪ আরোহী নিহত

নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর রায়পুরা উপজেলার তারাবাগ এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেলের ৪ আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৬ এপ্রিল) সকাল পৌনে ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরা উপজেলার চারাবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ইয়ামিন (১৯), সোহাগ (২২), ডালিম (৩২) ও হাসেন (৩২)। তবে তাদের ঠিকানা পাওয়া যায়নি।

নিহতরা সবাই মরজাল এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। তাদের প্রত্যেকের বয়স ১৮ থেকে ২২-এর মধ্যে।

পুলিশ সূত্রে জানা গেছে, কিশোরগঞ্জ থেকে ঢাকাগামী অনন্যা পরিবহনের একটি বাস ঢাকা সিলেট মহাসড়কের রায়পুরার চারাবাগে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই মোটরসাইকেলে থাকা চার আরোহী নিহত হন।

ভৈরব হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম কাউছার গণমাধ্যমকে জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশ নিহতদের লাশ উদ্ধার করেছে। লাশগুলো ভৈরব হাইওয়ে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/এপ্রিল ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর