thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

মুন্সীগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার

২০১৩ নভেম্বর ০৮ ১৩:০৭:০৫
মুন্সীগঞ্জে যুবকের মৃতদেহ উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি : মুন্সীগঞ্জ শহরের কাছে ধলেশ্বরী নদী থেকে বৃহস্পতিবার অজ্ঞাত পরিচয় এক যুবকের গলিত মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। যুবকের পরনে ছিল লুঙ্গি ও স্যান্ডো গেঞ্জি।

পুলিশের ধারাণা, অন্য কোথাও হত্যা করে মৃতদেহ এখানে ফেলা হয়েছে। বিকেল সাড়ে ৩টার দিকে মুক্তারপুর নৌ-ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সেলিমের নেতৃত্বে শহরের হাটলক্ষ্মীগঞ্জ এলাকার মুন্সীগঞ্জ অটোরাইস ফ্যাক্টরি সংলগ্ন ধলেশ্বরীর পাড় থেকে যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ।

সদর থানার ওসি শহীদুল ইসলাম বলেন, নদীপাড়ের বাসিন্দারা দুটি মৃতদেহ ভেসে যাওয়ার দৃশ্য দেখেছেন বলে পুলিশকে জানান। পরে পুলিশ খোঁজ নিয়ে একটি মৃতদেহের সন্ধান পায়।

(দিরিপোর্ট২৪/জিএমএম/এপি/এএস/নভেম্বর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর