thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

বাড্ডায় ব্যবসায়ীকে হত্যায় জড়িত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

২০১৮ মে ১০ ০৯:০৪:৫৮
বাড্ডায় ব্যবসায়ীকে হত্যায় জড়িত ‘বন্দুকযুদ্ধে’ নিহত

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বাড্ডার আফতাবনগরে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সাফায়েত তামরিন (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১০ মে) ভোরে ৪টার দিকে আফতাবনগর এলাকায় এ ঘটনা ঘটে।

বুধবার (৯ মে) রাতে বাড্ডার আলাতুন্নেসা স্কুল রোডে ক্যাবল ব্যবসায়ী বাবুকে গুলি করে পালিয়ে যাওয়ার সময় যে তিনজন ধরা পড়ে তার মধ্যে সাফায়েতও ছিলেন।

বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) মো. শহিদুল আলম দাবি করেন, ভোর ৪টার দিকে আফতাবনগরে ডিবির সঙ্গে বন্দুকযুদ্ধে সাফায়েত গুলিবিদ্ধ হন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক ভোর ৫টায় তাকে মৃত ঘোষণা করেন।

ময়নাতদন্তের জন্য মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, বুধবার রাত ৯টার দিকে রাজধানীর দক্ষিণ বাড্ডায় আব্দুর রাজ্জাক ওরফে বাবু (৩০) নামের এক ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা করে ৩ দুর্বৃত্ত। পালিয়ে পাওয়ার সময় জনতা তাদের ধাওয়া দিলে মোটরসাইকেল থেকে পড়ে যায় তারা। পরে তারা মধ্য বাড্ডার একটি ভবনে ঢুকে পড়ে। এরপর ওই বাসায় অভিযান চালিয়ে ডিবি পুলিশ তিনজনকে অস্ত্রসহ আটক করে। আটকরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের সঙ্গে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করেন জানায়, তাদের সঙ্গে আরও কয়েকজন সহযোগী ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ১০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর