thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

২০১৮ মে ২৯ ১৪:০৩:২০
৩ জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬

দ্য রিপোর্ট ডেস্ক : ফেনী, যশোর ও বরিশাল পৃথক সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে ফেনীতে তিনজন, যশোরে দুইজন ও বরিশালে একজন।

মঙ্গলবার (২৯ মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের সিলোনিয়া এলাকায়, যশোরের শার্শা উপজেলার নাভারণ ত্রিমোহিনী মোডে ও বরিশালের বাবুগঞ্জের পাংশায় এসব দুর্ঘটনা ঘটে।

ফেনী : ফেনীতে ট্রাক, লেগুনা ও পিকআপভ্যানের ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত পাঁচজন।

মঙ্গলবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনী বাইপাস অংশের সিলোনিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ জানায়, দুপুরে চট্টগ্রামমুখী একটি ট্রাক লেগুনাকে ধাক্কা দেয়। পরে আরেকটি পিকআপভ্যান তাদের ওপর আছড়ে পড়ে। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত আহত হয়েছের আরও পাঁচজন। নিহতদের আধুনিক ফেনী সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে ও আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানা পুলিশের পরিদর্শক আবদুল আউয়াল গণমাধ্যমকে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

যশোর : যশোরের শার্শায় পরিবহন-ভটভটির (ইঞ্জিন চালিত তিন চাকার যান) মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও সাতজন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে যশোর-বেনাপোল মহাসড়কের শার্শা উপজেলার নাভারণ ত্রিমোহিনী মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতদের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শার্শার ত্রিমোহিনী শ্যামলাগাছি নামক স্থানে পরিবহণ ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামের ফারুক হোসেনের ছেলে জাহিদ হোসেন (৪২) ও একই উপজেলার কুমরী গ্রামের নুরালী সরদারের ছেলে জিয়ারুল ইসলাম (২৮) নামে দুইজন নিহত হয়।

আহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার কুমরী গ্রামের আবুল হোসেনের ছেলে তাজু (২৭), মনিরুল ইসলামের ছেলে শাওন (২৬), ফারুক হোসেনের ছেলে জাহিদ (২৪), জাকের আলীর ছেলে কামাল গাজী (২৯), জানালী সরদারের ছেলে আয়ুব আলী (২৫), ইসমাইল গাজীর ছেলে আবু বক্কর ছিদ্দিক (৩০) ও ইলিশপুর গ্রামের ফজের আলীর ছেলে ইসমাইল হোসেন (২৩)।

নাভারন হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সার্জেন পলিটন মিয়া গণমাধ্যমকে জানান, যশোর-বেনাপোল হাইওয়ে সড়কের শার্শা উপজেলার নাভারণ ত্রিমোহিনী মোড় নামক স্থানে বেনাপোলগামী একটি পরিবহনের বিপরীতমুখী ভটভটির (ইঞ্জিন চালিত তিন চাকার যান) সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটলে ভটভটির দুই যাত্রী নিহত হন এবং সাতজন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে শার্শা উপজলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। পরে গুরুতর আহতদের যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আর একজনের মৃত্যু হয়।

বরিশাল : বরিশালে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ছয়জন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে বাবুগঞ্জের পাংশায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে পাংশা এলাকার ইউনিট পেট্রোল পাম্পের সামনে একটি পত্রিকাবাহী পিকআপ ভ্যানের সঙ্গে কভার্ডভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অজ্ঞাতপরিচয়ে ৪০ বছরের এক ব্যক্তির মৃত্যু হয়। আহত হন ইয়াসিন (৩০), তুহিন (৩০), মিঠু (২৫), অজ্ঞাত (৩০), অজ্ঞাত (৩৫), আবু রায়হান (৩০) নামে আরো ছয়জন। আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) এ আর মুকুল গণমাধ্যমকে এ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/এনটি/মে ২৯, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর