thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

হবিগঞ্জে দুই ডাকাত আটক

২০১৮ মে ৩১ ০৪:৫০:২১
হবিগঞ্জে দুই ডাকাত আটক

হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের আজমিরীগঞ্জে ডাকাতির প্রস্তুতির সময় দুই ডাকাতকে আটক করেছে পুলিশ।

বুধবার (৩০ মে) দিনগত রাত সাড়ে ১১টায় উপজেলার শিবপাশা এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারা হলেন- বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামের ছমির উদ্দিনের ছেলে এরশাদ মিয়া (২২) ও একই উপজেলার বড়ইউড়ি গ্রামের নাঈম উদ্দিনের ছেলে শাকীল মিয়া (২০)।

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন গণমাধ্যমকে জানান, রাতে সংঘবদ্ধ ডাকাত দল শিবপাশা এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো। এ সময় বিষয়টি বুঝতে পেরে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে স্থানীয়দের সহায়তায় ডাকাত দলেন দুই সদস্যকে আটক করে। বাকিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, আটকদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মামলা দায়ের করা হবে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর