thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

নেত্রকোনায় শিশু ধর্ষণ, ২ কিশোর গ্রেফতার

২০১৮ মে ৩১ ০৭:৪৪:২৯
নেত্রকোনায় শিশু ধর্ষণ, ২ কিশোর গ্রেফতার

নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনার সদর উপজেলার ঠাকুরাকোণা ইউনিয়নের কাজলিপাড়া গ্রামের ৯ বছরের এক শিশুকে ধর্ষণ মামলায় দুই কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ মে) দিনগত রাতে শিশুর মা নেত্রকোনা মডেল থানায় মামলাটি দায়ের করার পর তাৎক্ষণিক ওই কিশোরদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার কিশোররা হলো- প্রতিবেশী আনফর আলীর ছেলে জাকির মিয়া (১৫) ও আব্দুর রশিদের ছেলে আশিক মিয়া (১৪)।

মামলার বরাত দিয়ে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বোরহান উদ্দিন খান গণমাধ্যমকে জানান, সোমবার (২৮ মে) সন্ধ্যার দিকে দুই কিশোর শিশুটি বাড়ির পেছনে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে। এ ঘটনায় শিশুটি মা কিশোরদের নামে মামলা করলে তাৎক্ষণিক অভিযুক্তদের গ্রেফতার করা হয়। আদালতের নির্দেশে বাকি আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(দ্য রিপোর্ট/এনটি/মে ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর