thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

কুমিল্লা ও কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

২০১৮ জুন ০২ ০৮:১৬:০৩
কুমিল্লা ও কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

কুমিল্লা ও কক্সবাজার প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের সঙ্গে এবং কক্সবাজারের চকরিয়ায় সন্ত্রাসী বাহিনীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছেন।

এর মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রামে ১২টি মাদক মামলার আসামি সাদ্দাম হোসেন (৩৬)। শুক্রবার (১ জুন) দিনগত রাত পৌনে ৩টার দিকে উপজেলার উজিরপুর ইউনিয়নের কড়ুইবন রাস্তার মাথায় এ বন্দুকযুদ্ধ হয়।

নিহত সাদ্দাম হোসেন উপজেলার উজিরপুর ইউনিয়নের বাটবাড়ি গ্রামের আবুল হাশেমের ছেলে।

বন্দুকযুদ্ধের পর পুলিশ ঘটনাস্থল থেকে ২০০ বোতল ফেনসিডিল, একটি পাইপগান, ৩টি কার্তুজ জব্দ করে।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সালগণমাধ্যমকে জানান, কড়ুইবন এলাকায় একটি মাদকের চালান আসছে এমন তথ্যে আমরা ঘটনাস্থলে যাই। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। পরে অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে সাদ্দাম হোসেনের মরদেহ পাওয়া যায়।

এদিকে কক্সবাজারের চকরিয়ায় দুই সন্ত্রাসী বাহিনীর বন্দুকযুদ্ধে শাহজাহান (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (১ জুন) দিনগত রাত ২টায় উপজেলার বরইতলী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মধ্য বানিয়ারছড়ায় এ বন্দুকযুদ্ধ হয়। ঘটনাস্থল থেকে একটি দেশীয় এলজি, ৪ রাউন্ড কার্তুজ ও ৪০০ ইয়াবা উদ্ধার করা হয়।

শাহজাহান একই এলাকারফরিদুল আলমের ছেলে। তার বিরুদ্ধে চকরিয়া থানায় ৭টি মামলা রয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী গণমাধ্যমকে জানান, দুই বাহিনীর গোলাগুলিতে’ শাহজাহান নিহত হয়েছেন। তবে ওই দু’টি বাহিনী সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, শাহজাহানের বিরুদ্ধে চকরিয়া থানায় ধর্ষণ, হত্যা, অপহরণ, চাঁদাবাজি, সরকারি কর্মচারীকে মারধর, বন মামলা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি ভাঙচুরের মামলা রয়েছে। তার মরদেহ ময়না-তদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(দ্য রিপোর্ট/এনটি/জুন ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর