thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

দুটি গাড়ি ও ৮ হাজার বর্গফুটের বাড়িতে সারচার্জ

২০১৮ জুন ০৭ ১৬:২৪:০৬
দুটি গাড়ি ও ৮ হাজার বর্গফুটের বাড়িতে সারচার্জ

দ্য রিপোর্ট প্রতিবেদক: এক ব্যক্তির নামে দুটি গাড়ি অথবা সিটি কর্পোরেশন এলাকায় ৮ হাজার বর্গফুট আয়তনের গৃহসম্পত্তির ওপর ১০ শতাংশ সারচার্জের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এ প্রস্তাবনা করেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, এ বছর সারচার্জের ক্ষেত্রে কিছুটা সংস্কার করে নিট পরিসম্পদের ভিত্তিতে সারচার্জ আরোপের পাশাপাশি যাদের নিজ নামে দুটি করে গাড়ি রয়েছে বা সিটি কর্পোরেশন এলাকায় মোট ৮ হাজার বর্গফুট আয়তনের গৃহসম্পত্তি রয়েছে তাদেরকেও সারচার্জের আওতায় আনার প্রস্তাব করছি।

এছাড়া নিট পরিসম্পদের প্রদর্শিত মূল্যের ভিত্তিতে আরোপিত সারচার্জের বিদ্যমান হার বহাল রাখার প্রস্তাব করেন তিনি।

তিনি বলেন, নিট পরিসম্পদের মূল্যমান ২ কোটি ২৫ লাখ টাকা অতিক্রম করলে ন্যূনতম সারচার্জের পরিমাণ ৩ হাজার টাকা এবং ১০ কোটি টাকা অতিক্রম করলে ন্যূনতম সারচার্জের পরিমাণ ৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করছি।

সিগারেট, বিড়ি, জর্দা, গুলসহ সব প্রকার তামাকজাতপণ্য প্রস্তুতকারী করদাতার উক্ত ব্যবসায় হতে অর্জিত আয়ের ওপর বিদ্যমান ২ দশমিক ৫ শতাংশ হারে সারচার্জ বহাল থাকবে বলে জানান অর্থমন্ত্রী।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুন ০৭, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর