thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

উন্নয়ন অগ্রগতি যেন অব্যাহত থাকে : প্রধানমন্ত্রী

২০১৮ জুন ১১ ১১:৩৩:১৪
উন্নয়ন অগ্রগতি যেন অব্যাহত থাকে : প্রধানমন্ত্রী

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নির্বাচন যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, দেশের উন্নয়ন অগ্রগতি যেন অব্যাহত থাকে, সবাইকে সে বিষয়টা দেখতে হবে।

রবিবার (১০ জুন) স্থানীয় সময় বিকেলে টরন্টো মেট্রো কনভেনশন সেন্টারে কানাডিয়ান আওয়ামী লীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি একথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের রোল মডেল। আমরা সমুদ্রের তলদেশ থেকে মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছি। উন্নয়নের জন্যই জি-৭ সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে।’

বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তি প্রসঙ্গে তিনি বলেন, ‘খালেদা জিয়াকে মুক্তি দেয়ার অধিকার আমার নেই। এটি আদালতের এখতিয়ার।’

কানাডায় পলাতক বঙ্গবন্ধুর খুনি নূর চৌধুরী প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘তাকে দেশে ফিরিয়ে নিতে কানাডা সরকারের সঙ্গে আলোচনা চালাচ্ছি। কোর্টে মামলা চলছে। এ ব্যাপারে প্রবাসীদের সহযোগিতা চাই। শুধু নূর চৌধুরী নয়, দণ্ডপ্রাপ্ত অন্যান্য খুনিদেরও দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত আছে।’

এ সময় প্রধানমন্ত্রী দেশের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য প্রবাসীদের সহযোগিতা কামনা করেন।

কানাডা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোহাম্মদ মাহমুদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন— পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, কানাডা আওয়ামী লীগ নেত্রী হাসিনা আক্তার, আবদুস সালাম প্রমুখ।

এর আগে গত ৯ জুন (শনিবার) কানাডার কুইবেকে জি-৭ এর আউটরিচ সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সম্মেলন উপলক্ষে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আমন্ত্রণে গত ৮ জুন কানাডা সফরে যান তিনি।

(দ্য রিপোর্ট/এনটি/ জুন ১১, ২০১৮)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর