thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

আম কাটার সময় বটির ওপর পড়ে শিশুর মৃত্যু

২০১৮ জুলাই ৩০ ০৮:৩৭:২০
আম কাটার সময় বটির ওপর পড়ে শিশুর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের একটি বাড়িতে আম কাটার সময় বটি ওপর পড়ে রাব্বী নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২৯ জুলাই) সন্ধ্যায় কান্দিপাড়ার মায়মল হাটি এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার হেলাল মিয়ার ছেলে।

পারিবার সূত্রে জানা যায়, সন্ধ্যায় রাব্বীর মা বটি দিয়ে আম কাটছিলেন। সে মায়ের পাশেই খেলা করছিল। এসময় উল্টে গিয়ে বটির ওপর পড়ে যায়। এতে তার বুকে আঘাত লাগে। পরে তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়ার হলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

জেলা সদর হাসপাতালের চিকিৎসক ফায়েজুর রহমান ফায়েজ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই রাব্বী মারা যায়। হৃদপিণ্ড ও ফুসফুসে দায়ের আঘাত লাগার কারণে রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) জিয়াউল হক জানান, ঘটনাটি মর্মান্তিক। তবে এই বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩০, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর