thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

সৌদিতে পা রাখার আগেই বিমানে হজযাত্রীর মৃত্যু

২০১৮ জুলাই ৩১ ০৮:৫৫:২৯
সৌদিতে পা রাখার আগেই বিমানে হজযাত্রীর মৃত্যু

দ্য রিপোর্ট ডেস্ক : সৌদির মাটিতে পা রাখার আগেই বিমানে উড়ন্ত অবস্থাতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করছেন নুর মোহাম্মদ মন্ডল নামে এক হজযাত্রী।

সোমবার (৩০ জুলাই) বাংলাদেশ থেকে ছেড়ে যাওয়া বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি-৩০৫৩) হজ ফ্লাইটটি তখন জেদ্দার কাছাকাছি। বিমানবন্দরে পৌঁছাতে তখন মাত্র ৪০ মিনিট বাকি।

বাংলাদেশি হজযাত্রীদের অনেকেই পবিত্র ভূমির মাটিতে পা রাখার জন্য প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু হঠাৎ করে বিমানের এক বৃদ্ধ যাত্রী অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।

এ ঘটনায় ফ্লাইটের অন্য হজযাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে আসে। বাংলাদেশ সময় বিকেল সোয়া ৫টা ফ্লাইটটি জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে সৌদি কর্তৃপক্ষ লাশটি নিয়ে যায়।

জেদ্দা বিমানবন্দরে ধর্ম মন্ত্রণালয়ের অধীনে কর্মরত এক কর্মকর্তা জানান, সৌদি আরবের পবিত্র ভূমির মাটিতে পা রাখার মাত্র ৪০ মিনিট আগে আকাশেই মারা যান নুর মোহাম্মদ মন্ডল নামে ওই হজযাত্রী।

তার পাসপোর্ট নম্বর বিএন-০৩৪৩৮৫৫। পিলগ্রিম আইডি নম্বর-০০৭৪১৬৬। তার গ্রামের বাড়ি নওগাঁর মান্দা উপজেলায়। তিনি জাভেদ এয়ার ইন্টারন্যাশনাল (প্রাইভেট) লিমিটেড হজ এজেন্সির মাধ্যমে জেদ্দা যাচ্ছিলেন।

(দ্য রিপোর্ট/এনটি/জুলাই ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর