thereport24.com
ঢাকা, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১,  ২৮ রবিউস সানি 1446

যানবাহনের ফিটনেস যাচাইয়ে কমিটি গঠনের নির্দেশ

২০১৮ জুলাই ৩১ ১৮:২৮:২৫
যানবাহনের ফিটনেস যাচাইয়ে কমিটি গঠনের নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সড়ক দুর্ঘটনা রোধে বিভিন্ন যানবাহনের ফিটনেস যাচাইয়ের জন্য ১৫ সদস্যের একটি কমিটি গঠন করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আগামী তিন মাসের মধ্যে কমিটির সদস্যদের নামের তালিকা দিতে বলা হয়েছে আদেশে।

মঙ্গলবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এই আদেশ দেন। সুপ্রিম কোর্টের আইনজীবী তানভীর আহমেদ ২৬ জুলাই জনস্বার্থে রিটটি করেন।

তিনি জানান, বেশির ভাগ যানবাহনের লুকিং গ্লাস, ব্রেক লাইট, সিগন্যাল লাইট ঠিক নেই। অনেক যানবাহনের অভ্যন্তরীণ ও বাহ্যিক ফিটনেসও নেই। ফিটনেসবিহীন এসব যানবাহনের কারণে যখন-তখন যেখানে-সেখানে সড়ক দুর্ঘটনায় প্রচুর মানুষ প্রাণ হারাচ্ছে। এ অবস্থায় সংশ্লিষ্টদের নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে রিটটি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জুলাই ৩১, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর