thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১,  ২৪ জমাদিউল আউয়াল 1446

রাজধানীতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

২০১৮ আগস্ট ০২ ১৯:১৯:৩০
রাজধানীতে শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলা

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীর মিরপুর-১৪ নম্বরে নিরাপদ সড়কসহ বিভিন্ন দাবিতে আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের ওপর পুলিশ ও কিছু যুবক হামলা করেছে। ইট-পাটকেল ও লাঠি নিয়ে এই হামলা করা করা হয়।

নিরাপদ সড়কের দাবিতে বৃহস্পতিবার পঞ্চম দিনের মতো আন্দোলন চলছে।

মিরপুরে শহীদ পুলিশ স্মৃতি কলেজের এক শিক্ষার্থী বলেন, বৃহস্পতিবার বেলা চারটার দিকে মিরপুর ১৪ নম্বরে তাদের জমায়েত স্থলে পুলিশ এসে হেনস্তা করা শুরু করে। এরপর পুলিশের সঙ্গে পরিচয়পত্র ছাড়া কিছু যুবক এসে শিক্ষার্থীদের গায়ে হাত তোলে। ধাওয়া দেয়।

শিক্ষার্থীদের ওপর হামলা চালায় অপরিচিত কিছু যুবক। এ সময় যুবকদের কারও কারও মাথায় হেলমেট দেখা যায়। শিক্ষার্থীরা তখন মিরপুর ১০ নম্বরে অবস্থান নেয়। তাদের অভিযোগ, পুলিশ ও স্থানীয় যুবকেরা মিলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। তবে তারা পথ ছাড়েননি। সেখানে দেখা যায়, ছবি তুলতে ও ভিডিও করতে বাধা দিচ্ছিল পুলিশ ও কিছু যুবক।

ঢাকার বিমানবন্দর সড়কে রবিবার জাবালে নূর পরিবহনের একটি বাসচাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে শিক্ষার্থীরা। এ ঘটনার পর রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা আন্দোলন করছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অপরাধ ও আইন এর সর্বশেষ খবর

অপরাধ ও আইন - এর সব খবর