thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

অঘোষিত বাস ধর্মঘটে ট্রেনে চাপ বাড়ছে

২০১৮ আগস্ট ০৪ ১২:২৩:১৩
অঘোষিত বাস ধর্মঘটে ট্রেনে চাপ বাড়ছে

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীতে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বাস মালিক শ্রমিকদের অঘোষিত ধর্মঘটে ট্রেনের ওপর অতিরিক্ত চাপ পড়েছে।

শনিবারও (৪ আগস্ট) কমলাপুর ও বিমানবন্দর রেলওয়ে স্টেশনে প্রতিটি ট্রেনে যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন মাস্টার এনসি দাশ জানান, বুধবার থেকে প্রতিটি ট্রেনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। যে সব ট্রেন কমলাপুর স্টেশনে প্রবেশ করছে সেসব ট্রেনেও ভিড় দেখা গেছে। ঈদ উপলক্ষে যেমন ভিড় হয় ট্রেনগুলোতে ঠিক তেমনই দৃশ্য দেখা গেছে।

যাত্রীরা বলছেন, শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে বাস শ্রমিকরা এক ধরনের অঘোষিত ধর্মঘট ডেকেছে। রাস্তায় বাস দেখাই যাচ্ছে না। বাধ্য হয়েই তাদের ট্রেনে ঝুলে, ছাদে চড়ে গন্তব্যে রওনা হতে হচ্ছে। তারা আরও জানান, প্রচণ্ড ভিড় উপেক্ষা করে তাদের ট্রেনে চলতে হচ্ছে। এখন ট্রেনই তাদের একমাত্র ভরসা।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর