thereport24.com
ঢাকা, শনিবার, ১০ মে 25, ২৬ বৈশাখ ১৪৩২,  ১২ জিলকদ  1446

রাতে বাস বন্ধের সিদ্ধান্ত

২০১৮ আগস্ট ০৪ ১৯:৪৩:২৬
রাতে বাস বন্ধের সিদ্ধান্ত

দ্য রিপোর্ট প্রতিবেদক: শিক্ষার্থীদের নিরাপদ সড়কের দাবিতে টানা আন্দোলনের মুখে চলমান পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত দূরপাল্লার সব বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বাস মালিকরা। এমন ঘটনায় রাতে বাস চলাচলও বন্ধ থাকবে।

বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব ও এনা পরিবহনের মালিক খন্দকার এনায়েত উল্লাহ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে নিরাপত্তার অজুহাত দেখিয়ে শুক্রবার থেকেই দেশের বিভিন্ন রুটে দূরপাল্লার বাস বন্ধ করে দেন পরিবহন শ্রমিকরা। তবে অনেক জেলা থেকে শুক্রবার রাতে নাইট কোচ ছাড়া হচ্ছিল।

এর মধ্যে নতুন সিদ্ধান্তের ফলে শনিবার রাত থেকে দূরপাল্লার আর কোনো গাড়ি চলবে না। অঘোষিত ‘পরিবহন ধর্মঘট’- এ বিভিন্ন জায়গায় মানুষকে চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।

এদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল মালিক সমিতির সভাপতি আবুল কালাম গণমাধ্যমে বলেন, ‘ছাত্ররা ও শ্রমিকরা কেউ কারো মুখোমুখি নয়। ছাত্ররা আমাদেরই সন্তান। একইসঙ্গে শ্রমিকরাও আমাদের ভাই। প্রত্যেকে তাদের নিজস্ব দাবি নিয়ে আন্দোলন করছে। নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত হলেই মালিকরা বাস চালানোর অনুমতি দেবে।’

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ০৪, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর