thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

২০১৮ আগস্ট ০৬ ১১:১৫:৫৫
সিরিজ জেতায় টাইগারদের অভিনন্দন প্রধানমন্ত্রীর

দ্য রিপোর্ট প্রতিবেদক : ওয়ানডের পর স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজও জিতে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (৬ আগস্ট) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এমএম ইমরুল কায়েস সংবাদমাধ্যমে এ অভিনন্দন বার্তা পাঠান।

এদিন বাংলাদেশ সময় সকালে সাকিব আল হাসানের নেতৃত্বে বাংলাদেশ বৃষ্টি আইনে ম্যাচটিতে ১৯ রানের জয় পায়। এর ফলে সফরকারীরা ২-১ ব্যবধানের সিরিজ নিশ্চিত করে।

টস জিতে লিটন কুমার দাসের ঝড়ো ৬১ রানে ভর করে বাংলাদেশ করেছিল ৫ উইকেটে ১৮৪ রান। জবাবে ১৭.১ ওভারে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ ৭ উইকেটে ১৩৫ রান করে। এরপরই শুরু হয় বৃষ্টি। পরে আম্পায়ারা বৃষ্টি আইনে বাংলাদেশকে বিজয়ী ঘোষণা করেন।

একই সফরে মাশরাফীর নেতৃত্বে বাংলাদেশ ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয়। এর ফলে দেশের বাইরে প্রথম কোনো বড় দলকে হারিয়ে বাংলাদেশ সিরিজ জিতল।

(দ্য রিপোর্ট/এনটি/আগস্ট ০৬, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর