thereport24.com
ঢাকা, রবিবার, ২ ফেব্রুয়ারি 25, ২০ মাঘ ১৪৩১,  ৩ শাবান 1446

সংসদীয় কমিটিতে চলছে বিদায়ের সুর

২০১৮ আগস্ট ১২ ১৯:০২:৫২
সংসদীয় কমিটিতে চলছে বিদায়ের সুর

দ্য রিপোর্ট প্রতিবেদক: চলমান দশম জাতীয় সংসদের মেয়াদ শেষ হয়ে আসছে। নতুন নির্বাচন ও সরকার গঠনের প্রক্রিয়াকে সামনে রেখে সংসদীয় কমিটিতে চলছে বিদায়ের সুর।

গত পাঁচ বছর একই কমিটির সদস্য থাকার পর এখন একে অপরের কাছ থেকে বিদায় নিতে শুরু করেছেন। আবার যেন তারা নির্বাচিত হয়ে সংসদে আসতে পারেন সে জন্য দোয়াও চাইছেন, কোলাকুলি করছেন।

রবিবার (১২ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১৮তম বৈঠকে এমন দৃশ্য দেখা যায়।

কমিটির সভাপতি ডা. আ ফ ম রুহুল হকের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মোহাম্মদ আমান উল্লাহ, আয়েন উদ্দীন এবং নূরুল ইসলাম মিলন উপস্থিত ছিলেন। বিশেষ আমন্ত্রণে বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান বৈঠকে যোগ দেন।

কমিটির সভাপতি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক হলেও নিয়ম মেনে বৈঠক করেননি তিনি। এ কয় বছরে কমপক্ষে ৬০টি বৈঠক হওয়ার কথা থাকলেও হয়েছে মাত্র ১৮টি। এর আগের বৈঠক হয় ফেব্রুয়ারিতে। প্রায় ছয় মাস পর কমিটির এ বৈঠক অনুষ্ঠিত হয়। তাই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে আর কোনো বৈঠক হবে না। এ জন্য কমিটির সভাপতি সবার কাছে দোয়া চান। তিনি জানিয়ে দেন, হয়তো নির্বাচনের আগে এটিই শেষ বৈঠক। এ জন্য তিনি সবার কাছে দোয়া চান যেন আবার নির্বাচিত হয়ে সংসদে আসতে পারেন।

এ বিষয়ে কমিটির সদস্য নূরুল ইসলাম মিলন বলেন, অনেক দিন একসঙ্গে মিটিং করেছি। এ জন্য সবাই কোলাকুলি করে বিদায় নিলাম। আশা করি সবার সঙ্গে আবার দেখা হবে।

অক্টোরের শেষে সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করবে নির্বাচন কমিশন। ২০১৯ সালের ২৮ জানুয়ারি বর্তমান সংসদের মেয়াদ শেষ হবে। সংবিধান অনুযায়ী মেয়াদ শেষের পূর্ববর্তী নব্বই দিনের মধ্যে সংসদ নির্বাচনের বাধ্যবাধকতা রয়েছে। সেই হিসেবে ৩১ অক্টোবর থেকে নির্বাচনের ক্ষণ গণনা শুরু হবে।

এদিকে সংসদ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে কমিটিকে জানানো হয় যে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ অন্যান্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন ও পরিচালনায় Nuclear Power Plant Company Bangladesh Limited (NPCBL) গঠন করা হয়েছে। ইতোমধ্যে এনপিসিবিএলের জন্য স্বতন্ত্র বেতন কাঠামো গঠন করা হয়েছে। ৮৩ প্রকৌশলী/বৈজ্ঞানিক কর্মকর্তা সমমানের কর্মকর্তা নিয়োগ করা হয়েছে এবং ২০১৯ সালে প্রশিক্ষণের জন্য ৩৮২ কর্মকর্তা নিয়োগের প্রস্তুতি নেয়া হয়েছে।

সাধারণ জনগণ এবং ডাক্তারদের মাঝে নিউক্লিয়ার মেডিসিনের চিকিৎসাসেবা প্রদান সম্পর্কে সম্যক ধারণার প্রচার-প্রচারণা বাড়াতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

উন্নত সমৃদ্ধ বিজ্ঞান মনস্ক জাতি গঠন, বিজ্ঞান গবেষণা উন্নয়নে বঙ্গবন্ধু বিজ্ঞান এবং প্রযুক্তি ফেলোশিপ ট্রাস্ট এ ফেলোশিপ প্রদানের সংখ্যা আরও বাড়াতে মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব, বিসিএসআইআরের চেয়ারম্যান, বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালকসহ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ১২, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর