thereport24.com
ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,  ১১ জমাদিউল আউয়াল 1446

৯ জেলায় নতুন প্রশাসক

২০১৩ অক্টোবর ০৮ ১৭:৫৮:১০
৯ জেলায় নতুন প্রশাসক
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : সরকার নয় জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

প্রধানমন্ত্রী কার্যালয়ের পরিচালক (উপসচিব) আবু হেনা মোরশেদ জামানকে ফরিদপুরে, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের উপ-পরিচালক এসএম আলমকে কিশোরগঞ্জে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. সোহেল ইমাম খানকে নোয়াখালীতে, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (উপসচিব) কাজী আশরাফ উদ্দীনকে পাবনা, দুর্নীতি দমন কমিশন সচিবের একান্ত সচিব (উপসচিব) জিএসএম জাফরুল্লাহকে মাদারীপুর জেলা প্রশাসনে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. আবুল কালাম আজাদকে নেত্রকোনা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. জহুরুল ইসলাম রোহেলকে গাইবান্ধা, সাভারের বিপিএটিসির উপ-পরিচালক (উপসচিব) একেএম শামিমুল হক সিদ্দিকীকে পিরোজপুরে এবং অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপসচিব এ গাফফার খানকে নড়াইলের জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

অন্যদিকে, নড়াইলের ডিসি মো. জহিরুল হককে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব, ফরিদপুরের ডিসি মঈনউদ্দিন আহমেদকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব, পিরোজপুরের ডিসি অনল চন্দ্র দাসকে ভূমি মন্ত্রণালয়ের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।

নেত্রকোনার জেলা প্রশাসক আনিছ মাহমুদকে আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সি একসেস টু সার্ভিসেস- শীর্ষক প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

২৪ অক্টোবর বর্তমান মহাজোট সরকারের মেয়াদ শেষ হচ্ছে। শেষ মুহূর্তে মাঠ প্রশাসনের সবেচেয়ে গুরুত্বপূর্ণ জেলা প্রশাসক পদে এ রদবদল আনা হলো।

(দিরিপোর্ট২৪/ওএস/এমএআর/এমডি/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর