thereport24.com
ঢাকা, সোমবার, ৩ ফেব্রুয়ারি 25, ২১ মাঘ ১৪৩১,  ৪ শাবান 1446

সরকারি অফিস খুলছে রবিবার

২০১৮ আগস্ট ২৫ ১৭:২০:০৬
সরকারি অফিস খুলছে রবিবার

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঈদুল আজহার ছুটি শেষে সরকারি অফিস খুলছে রবিবার।

এবার ২১ থেকে ২৫ আগস্ট পর্যন্ত মোট পাঁচদিন ঈদের ছুটি কাটাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। সারাদেশে ২২ আগস্ট মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা উদযাপিত হয়েছে।

এবার মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার (২১, ২২ ও ২৩ আগস্ট) ঈদের ছুটির পর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এই ছুটি কাটাচ্ছেন।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। চিরচেনা যানজটের রাজধানী শহর ঢাকা এখনও ভিন্নরূপে। পথঘাট একেবারেই ফাঁকা।

এদিকে ঈদের ছুটি শেষ, তাই এবার জীবিকার তাগিদে কর্মস্থলে ফেরার তাড়া সাধারণ মানুষের। প্রিয়জনদের সঙ্গে ঈদের ছুটি কাটিয়ে চিরচেনা নগরীতে ফিরছেন কর্মব্যস্ত মানুষ। কমলাপুর রেলস্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনাল এবং রাজধানীর বাস টার্মিনালে লক্ষ্য করা গেছে রাজধানী ফেরা যাত্রীদের ভিড়। রবিবার থেকেই চাকরিজীবীদের যোগ দিতে হবে কর্মক্ষেত্রে।

(দ্য রিপোর্ট/এমএসআর/আগস্ট ২৫, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর