thereport24.com
ঢাকা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১,  ১১ জমাদিউল আউয়াল 1446

দু’দফা দাবিতে পলিটেকনিক ইনস্টিটিউটে পরীক্ষাবর্জন

২০১৩ অক্টোবর ০৮ ১৮:৩৬:৪৩


দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘পরীক্ষা দেব না, সুপারভাইজার হব না’ এই শ্লোগানে পরীক্ষা বর্জন করেছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষকদের অবরুদ্ধ করে চলছে মিছিল ও সমাবেশ।

মঙ্গলবার সকালে কারিগরি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে দু’দফা দাবিতে শিক্ষার্থীরা ধর্মঘটের ডাক দেয়। কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়ে। পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা ম্যাজিষ্ট্রেটও ফিরে যান।

অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও গণপুর্ত মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুপারভাইজার পদের গেজেট মৌখিকভাবে বাতিল করা হলেও লিখিতভাবে কোন গেজেট প্রকাশিত হয়নি। তারা অবিলম্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দান ও বেতন বৈষম্য নিরসন করার জন্য লিখিতভাবে গেজেট প্রদানের দাবি জানান।

সড়ক অবরোধের ফলে পলিটেকনিকের সামনে রাস্তায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে পুলিশ গাড়ি চলাচলের পথ পরিষ্কার করে দেয়। আইনশৃখংলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ০৮, ২০১৩)

সারাদেশ

ছবি আছে

দু’দফাদাবিতেপলিটেকনিকইনস্টিটিউটে পরীক্ষাবর্জন

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : ‘পরীক্ষা দেব না, সুপারভাইজার হব না’ এই শ্লোগানে পরীক্ষা বর্জন করেছে সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। শিক্ষকদের অবরুদ্ধ করে চলছে মিছিল ও সমাবেশ।

মঙ্গলবার সকালে কারিগরি ছাত্র সংগ্রাম পরিষদের ব্যানারে দু’দফা দাবিতে শিক্ষার্থীরা ধর্মঘটের ডাক দেয়। কলেজের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ায় শিক্ষকরা অবরুদ্ধ হয়ে পড়ে। পরীক্ষার দায়িত্ব পালন করতে আসা ম্যাজিষ্ট্রেটও ফিরে যান।

অনুষ্ঠিত সমাবেশে শিক্ষার্থীরা বলেন, শিক্ষা মন্ত্রণালয় ও গণপুর্ত মন্ত্রণালয়ের আন্তঃমন্ত্রণালয়ের মিটিংয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সুপারভাইজার পদের গেজেট মৌখিকভাবে বাতিল করা হলেও লিখিতভাবে কোন গেজেট প্রকাশিত হয়নি। তারা অবিলম্বে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দ্বিতীয় শ্রেণির মর্যাদা দান ও বেতন বৈষম্য নিরসন করার জন্য লিখিতভাবে গেজেট প্রদানের দাবি জানান।

সড়ক অবরোধের ফলে পলিটেকনিকের সামনে রাস্তায় যানবাহনের দীর্ঘ লাইন পড়ে যায়। পরে পুলিশ গাড়ি চলাচলের পথ পরিষ্কার করে দেয়। আইনশৃখংলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ০৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর