thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

ব্রাহ্মণবাড়িয়ায় জাপার মনোনয়ন দাবিতে সড়ক অবরোধ

২০১৮ নভেম্বর ২৭ ১৬:৪৮:০৫
ব্রাহ্মণবাড়িয়ায় জাপার মনোনয়ন দাবিতে সড়ক অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে জিয়াউল হক মৃধাকে জাতীয় পার্টির মনোনয়ন দেওয়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়েছে।

মঙ্গলবার বেলা সোয়া ১১টা থেকে সোয়া ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কুট্টাপাড়া মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে কয়েকশ লোক অবস্থান নেন।

ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, তারা মহাসড়কে টায়ারে আগুন ধরিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এতে মহাসড়কের দুই পাশে অন্তত ১০ কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়। পরে জিয়াউল হক ঘটনাস্থলে আসেন।

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভুঁইয়া বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জিয়াউল হক মৃধার লোকজন এই অবরোধ সৃষ্টি করেন। পরে পুলিশ গিয়ে তাদের সরিয়ে দিলে সোয়া ১২টায় যান চলাচল শুরু হয়।’

এ বিষয়ে জিয়াউল হক বলেন, ‘আমার সমর্থকরা এটা করেছে। পরে আমি ঘটনাস্থলে গিয়ে তাদের শান্ত করে সরিয়ে দিয়েছি।’

(দ্য রিপোর্ট/এমএসআর/নভেম্বর ২৭, ২০১৮)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর