thereport24.com
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১,  ২৩ জমাদিউল আউয়াল 1446

মহেশখালীতে ছাত্রলীগ-গ্রামবাসী সংঘর্ষ, আহত ২০

২০১৯ জানুয়ারি ০২ ০৯:০৪:০৯
মহেশখালীতে ছাত্রলীগ-গ্রামবাসী সংঘর্ষ, আহত ২০

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীতে নির্বাচন-পরবর্তী সহিংসতায় ছাত্রলীগকর্মীদের সঙ্গে গ্রামবাসীর সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের হরিয়ারছড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত ছাত্রলীগের সাত কর্মীকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয় পুলিশ ও বিজিবির হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এলাকাবাসী সূত্র জানায়, হোয়ানক ইউনিয়ন ছাত্রলীগকর্মী সাকলাইন ইসলাম নিরুর সঙ্গে হরিয়ারছড়া গ্রামের জনৈক নেচার বলীর নির্বাচন সংক্রান্ত বিষয়ে পূর্বে তর্কাতর্কি হয়। এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৯টায় ছাত্রলীগকর্মীরা দলবদ্ধ হয়ে হরিয়ারছড়া এলাকায় যায়। এ খবর এলাকায় ছড়িয়ে পড়লে হরিয়ারছড়ার শত শত গ্রামবাসী জড়ো হয়ে ছাত্রলীগকর্মীদের ওপর হামলা করে। দুপক্ষের সংঘর্ষে গ্রামের নারী ও ছাত্রলীগকর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

গুরুতর আহত ছাত্রলীগের সাত কর্মীকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়েছে। এরা হলেন, হোয়ানকের বানিয়াকাটা গ্রামের মিজান (২৫), সজিব (২২), মোহাব্বত আলী (২৩), সাকলাইন ইসলাম নিরু (২১), এমরান (২৩), আরিফ (২৫) ও হরিয়ারছড়া কৃষকলীগকর্মী আক্কাস বাঙালি (৩৫)। অন্যান্য আহতদের নাম জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে হোয়ানক টাইম বাজার পুলিশ বিটের সদস্য ও ঘটনাস্থলের পার্শ্বে স্থাপিত অস্থায়ী বিজিবি ক্যাম্প থেকে বিজিবি সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। না হলে গ্রামবাসী ও ছাত্রলীগকর্মীদের সংঘর্ষ বড় আকার ধারণ করে একাধিক প্রাণহানির শঙ্কা ছিল।

মহেশখালী থানার ওসি প্রভাব চন্দ্র ধর তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার মূল কারণ উদঘাটনের চেষ্টা চলছে।

(দ্য রিপোর্ট/এনটি/জানুয়ারি ০২, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর