thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ৮ জুলাই 25, ২৩ আষাঢ় ১৪৩২,  ১২ মহররম 1447

সড়ক দুর্ঘটনায় নাচোলে জেএসসি পরীক্ষার্থী নিহত

২০১৩ নভেম্বর ০৯ ১৩:৪৮:৫২
সড়ক দুর্ঘটনায় নাচোলে জেএসসি পরীক্ষার্থী নিহত

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুরে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় ওহেদুজ্জামান (১৩) নামে এক জেএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। নিহত ওহেদুজ্জামান একই উপজেলার সোনাপুর-গাজীপুর গ্রামের সাইদুর রহমানের ছেলে।

নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানাউল হক জানান, সকাল পৌনে ৯টার দিকে ওহেদুজ্জামানসহ আরও কয়েকজন শিক্ষার্থী অটোরিকশাযোগে পরীক্ষা দিতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটি ধাক্কা দেয়। এতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় ওহেদুজ্জমান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। পুলিশ ভটভটি ও চালককে আটক করতে পারেনি।

(দিরিপোর্ট২৪/এএস/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

সারাদেশ এর সর্বশেষ খবর

সারাদেশ - এর সব খবর