thereport24.com
ঢাকা, শুক্রবার, ১০ জানুয়ারি 25, ২৭ পৌষ ১৪৩১,  ১০ রজব 1446

খুলনাকে উড়িয়ে ঢাকার বিশাল জয়

২০১৯ জানুয়ারি ০৮ ১৬:০৮:০৪
খুলনাকে উড়িয়ে ঢাকার বিশাল জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রথম জয়ের খোঁজে ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি হয়েছিল খুলনা টাইটানস। সেই লক্ষ্যে ১৯৩ রানের চ্যালেঞ্জ টপকাতে হতো মাহমুদউল্লাহ বাহিনীকে।

কিন্তু কিসের কী? ৮৭ রানেই গুটিয়ে গেল তারা। খুলনাকে ১০৫ রানে হারিয়ে এবারের বিপিএলে টানা দ্বিতীয় জয় তুলে নিল ঢাকা। নিজেদের প্রথম ম্যাচে রাজশাহী কিংসকে উড়িয়ে দিয়েছিলেন সাকিব বাহিনী।

জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই হোঁচট খায় খুলনা। সূচনালগ্নেই সাকিবের শিকার হয়ে ফেরেন স্টার্লিং। পরে জহুরুল ইসলামকে নিয়ে প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার চেষ্টা করেন জুনায়েদ সিদ্দিকী। তবে যোগ্য সহযোদ্ধার সমর্থন দিতে পারেননি জহুরুল। নারাইনের বলে রুবেল হোসেনকে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে খুলনা। পরক্ষণেই সাকিবের শিকার বনেন জুনায়েদ। ফেরার আগে ১৬ বলে ১ চারের বিপরীতে ৩ ছক্কায় ৩১ রান করেন তিনি। এর রেশ না কাটতেই শুভাগত হোম ফিনিশ করেন মাহমুদউল্লাহকে। সেই চাপের মধ্যে প্রতিভার বিচ্ছুরণ ঘটাতে পরেননি নাজমুল হোসেন শান্ত। মোহর শেখের বলে রাসেলকে ক্যাচ দিয়ে সোজা মাঠের বাইরে যান তিনি।

বিপর্যয় থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি মাহেলা জয়াবর্ধনের শিষ্যরা। একের পর এক যাওয়া-আসার মিছিলে যোগ দেন উইজ, তাইজুল, শরিফুল। নবম ব্যাটসম্যান হিসেবে জহির খান ফিরলে হার মেনে নেন তারা। কারণ, ফিল্ডিংয়ে আঘাত পাওয়ায় মাঠে নামতে পারতেন না আলি খান। এর মধ্যে উইজকে সাকিব এবং শরিফুলকে বিদায় করেন নারাইন। তাইজুল-জহির কাটা পড়েন রানআউটে। ঢাকার হয়ে সাকিব নেন সর্বোচ্চ ৩ উইকেট। ২ উইকেট ঝুলিতে ভরেন নারাইন।

এর আগে টস জিতে ঢাকাকে প্রথমে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান খুলনা দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ। নেমেই ঝড় তোলেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান নারাইন ও জাজাই। ব্যাটকে তলোয়ার বানিয়ে আলি খান-শরিফুলদের কচুকাটা করে ছাড়েন তারা। তাতে উল্কার গতিতে ছুটে ঢাকা। তবে হঠাৎ কক্ষচ্যুত হন নারাইন। ব্যাক টু ব্যাক বাউন্ডারি হাঁকাতে গিয়ে ডেভিড উইজের শিকার হয়ে ব্যক্তিগত ১৯ রানে ফেরেন তিনি।

পরে ক্রিজে এসে পূর্বসূরীর দেখানো পথ অনুসরণ করেন রনি তালুকদার। স্ট্রোকের ফুলঝুরি ছোটান তিনি। তবে খুব বেশি দূর এগোতে পারেননি রনি। মাহমুদউল্লাহর বলে আরিফুল হকের তালুবন্দি হয়ে ফেরেন তিনি। ফেরার আগে ১৮ বলে ৩ চার ও ২ ছক্কায় ২৮ রানের ক্যামিও খেলেন ডানহাতি ব্যাটার।

খানিক বাদেই থামে হযরতউল্লাহ জাজাই টর্নেডো। ব্যাক টু ব্যাক ঝড়ো ফিফটি তোলে ফেরেন তিনি। টুর্নামেন্টের প্রথম ম্যাচে খেলেন ৪১ বলে ৪ চারের বিপরীতে ৭ ছক্কায় ৭৮ রানের বিধ্বংসী ইনিংস। এবার থামেন ৫৭ রানে। পার্টটাইমার পল স্টার্লিংয়ের বলে আরিফুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন আগুনে ফর্মে থাকা এ আফগান। সাজঘরের পথ ধরার আগে ৩৬ বলে ৩ চারের বিপরীতে ৫ ছক্কায় এ ইনিংস সাজান তিনি।

জাজাইয়ের দেখানো পথে হাঁটতে পারেননি সাকিব আল হাসান। স্টার্লিংয়ের বলে শরিফুল ইসলামকে ক্যাচ দিয়ে ফেরেন অধিনায়ক। বিশ্বসেরা অলরাউন্ডার না পারলেও নারাইন, রনি, জাজাইয়ের দেখানো পথ অনুসরণ করে রানের ফোয়ারা ছোটান পোলার্ড ও রাসেল। তাতে বড় সংগ্রহের পথে এগিয়ে যায় ঢাকা।

তবে হঠাৎই খেই হারান পোলার্ড। আলির ফুলটস বল ছক্কা হাঁকাতে গিয়ে সীমানায় মাহমুদউল্লাহর হাতে ধরা পড়েন তিনি। ড্রেসিংরুমে ফেরার আগে ১৬ বলে ২টি করে চার-ছক্কায় ২৭ রানের সাইক্লোন ইনিংস খেলেন ক্যারিবীয় অলরাউন্ডার।

সঙ্গী হারিয়ে বেশিক্ষণ স্থায়ী হতে পারেননি রাসেল। কয়েক মিনিটের ব্যবধানে ফেরেন তিনি। উইজের বলির পাঁঠা হয়ে প্যাভিলিয়নের পথ ধরার আগে ২২ বলে ৩ ছ্ক্কায় ২০ রান করেন এ ওয়েস্ট ইন্ডিয়ান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৯৩ রান করতে সক্ষম হয় সাকিবের দল। শুভাগত হোম ১১ ও নুরুল হাসান ৯ রানে অপরাজিত থাকেন। খুলনার হয়ে স্টার্লিং ও উইজ নেন ২টি করে উইকেট।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর