thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৯ এপ্রিল 25, ১৬ বৈশাখ ১৪৩২,  ১ জিলকদ  1446

চোটে পড়ে দেশে ফিরছেন স্মিথ

২০১৯ জানুয়ারি ১০ ২০:২৯:২৯
চোটে পড়ে দেশে ফিরছেন স্মিথ

দ্য রিপোর্ট প্রতিবেদক: অস্ট্রেলিয়া জাতীয় দল থেকে এক বছরের জন্য নিষেধাজ্ঞায় পড়েছিলেন বল টেম্পারিংয়ের দায়ে। আগামী ২০১৯ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ছিল স্মিথের জন্য ফর্মে ফেরার মঞ্চ। এবারই প্রথমবারের মতো কুমিল্লা ভিক্টোরিয়ানসের হয়ে খেলতে এসেছেন বিপিএলে।

ষষ্ঠ বিপিএলে কুমিল্লার অধিনায়ক হয়ে এরইমধ্যে খেলেছেন দুটি ম্যাচ। দীর্ঘদিন পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে খুব একটা ভালো করতে পারেননি এই অস্ট্রেলীয় সাবেক অধিনায়ক।

শুক্রবার রাজশাহী কিংসের বিপক্ষে খেলার কথা ছিল স্টিভ স্মিথের। কিন্তু বিধি বাম। বিপিএলে নিজেকে মেলে ধরার আগেই ধরতে হচ্ছে দেশের বিমান।

কুনুইয়ের চোটে পড়ে আপাতত বিদায় বলতে হচ্ছে বিপিএলকে। আজ রাত ১০টা ৪৫ মিনিটের ফ্লাইটে দেশের উদ্দেশ্য রওয়ানা করলেও এমআরআই রিপোর্ট যদি ভালো হয় তবে আবারও যোগ দেবেন বলে জানানো হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ানস থেকে।

(দ্য রিপোর্ট/এমএসআর/জানুয়ারি ১০, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর