thereport24.com
ঢাকা, রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১,  ২২ জমাদিউল আউয়াল 1446

জামায়াত-হেফাজত মোকাবেলায় প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান

২০১৩ নভেম্বর ০৯ ১৪:৩৬:৩১
জামায়াত-হেফাজত মোকাবেলায় প্রতিরোধ কমিটি গঠনের আহ্বান

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : জামায়াত-শিবির ও হেফাজতে ইসলাম মোকাবেলায় পাড়া-মহল্লায় প্রতিরোধ কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন বাংলাদেশ তরিকত ফেডারেশনের চেয়ারম্যান সৈয়দ নজিবুল বশর মাইজভাণ্ডারী।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জামায়াত ও হেফাজতকে কোনো ছাড় নয়। তারা যদি আমাদের মাজার-দরবার শরীফে হামলা করে, যদি একটি ইট ভাঙে তাহলে তাদের ১০টি মাদ্রাসার ইট ভাঙা হবে। আগামী ১৫ নভেম্বর রাজধানীর শাপলা চত্বরে সমাবেশে ৫ লক্ষাধিক লোকের সমাগম ঘটানোরও কথা বলেন নজিবুল বশর।

শনিবার দুপুরে রাজধানীর একটি হোটেলে ১৫ নভেম্বর শাপলা চত্বরে মহাসমাবেশ সফলের লক্ষ্যে আয়োজিত দলের যৌথসভাপূর্ব সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

আগামী নির্বাচন পদ্ধতি নিয়ে নজিবুল বশর মাইজভাণ্ডারী প্রধানমন্ত্রীর প্রস্তাব নাকচ করে দিয়ে বলেন, সর্বদলীয় সরকার গঠন করতে হলে সবদলের প্রতিনিধি নিয়েই গঠন করতে হবে। শুধু সংসদ সদস্যদের নিয়ে গঠন করলে এটি হবে ১৪ দলীয়-মহাজোটের মন্ত্রিসভা বা সরকার। এটি না করে তিনি গত নির্বাচনে অংশগ্রহণকারী নিবন্ধিত দলগুলোকে নিয়ে সর্বদলীয় অন্তর্বর্তী সরকার গঠনের আহবান জানান।

এ সময় দলের মহাসচিব লায়ন এম এ আউয়াল, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ হাবিবুল বশর আলহাছানী, ড. সৈয়দ রেজাউল হক চাঁদপুরী প্রমুখ উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/কে/এপি/জেএম/নভেম্বর ০৯, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর