thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

এফ আর টাওয়ারের আগুনে জাবি শিক্ষার্থীর মৃত্যু

২০১৯ মার্চ ২৮ ২১:৫১:৫২
এফ আর টাওয়ারের আগুনে জাবি শিক্ষার্থীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর বনানীতে এফ আর টাওয়ারের আগুনে আব্দুল আল ফারুকী নামে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রের মৃত্যু হয়েছে।

তার সঙ্গে থাকা বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

দগ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে তার মৃত্যু হয়।

এফ আর টাওয়ার থেকে উদ্ধার করে দগ্ধ পাঁচজনকে হাসপাতালে আনা হয়। তাদের মধ্যে ফারুকী মারা যান। শ্রীলঙ্কান এক নাগরিক চিকিৎসা শেষে চলে গেছে। বাকি তিনজন ভর্তি রয়েছেন।

এ বিষয়ে ঢামেকের বার্ন ইউনিটের প্রধান শামন্ত লাল সেন বলেন, এখন তিনজন আমাদের এখানে আছে। তাদের মধ্যে একজন মারা গেছে। বাকি দুজনের অর্থোপেডিক প্রবলেম আছে, অল্প পোড়া।

ফারুকীর পরিচয়পত্রে জানা যায়, তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০০৫-২০০৬ শিক্ষাবর্ষে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ভর্তি হন। সে হিসাবে ওই বিশ্ববিদ্যালয়ে তার ছাত্রত্ব শেষ হয়েছে। তবে ফারুকীর সঙ্গে নটরডেম কলেজের নিয়মিত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনিয়মিত শিক্ষার্থী হিসেবে পরিচয়পত্র পাওয়া গেছে।

বনানীর ১৭ নম্বর রোডে ২২তলা বিশিষ্ট এফআর টাওয়ারে দুপুর একটায় ভয়াবহ আগুন লাগে। এ পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যাদের চারজনই ভবন থেকে লাফিয়ে নামতে গিয়ে মারা যান।

(দ্য রিপোর্ট/একেএমএম/মার্চ ২৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর