thereport24.com
ঢাকা, শনিবার, ১১ জানুয়ারি 25, ২৮ পৌষ ১৪৩১,  ১১ রজব 1446

ঢাবিতে নারিকেল গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

২০১৯ মে ১০ ০৮:৫৩:৫৯
ঢাবিতে নারিকেল গাছ থেকে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢাবি প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের নারিকেল গাছ থেকে পড়ে বরুণ বিশ্বাস (২০) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বরুণ বিশ্বাসের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বরুণ বিশ্ববিদ্যালয়ের ফলিত গণিত বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি বরিশাল জেলার উজিরপুর থানার হাড্ডা গ্রামে।
এ বিষয়ে ঢাবি প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানী বলেন, ঘটনা শুনেছি, খুবই দুঃখজনক।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বরুণের লাশ ঢাকা মেডিকেলের মর্গে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/এমএসআর/মে ১০, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর