thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

চেন্নাইয়ের লড়ছে,১০৭/৪

২০১৯ মে ১২ ২৩:২৫:৫২
চেন্নাইয়ের লড়ছে,১০৭/৪

দ্য রিপোর্ট ডেস্ক : টস জিতে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক রোহিত শর্মা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন। বড় রান করাই উদ্দেশ্য ছিল রোহিতের। অধিনায়কের উদ্দেশ্য সফল হল না। নিয়ম করে উইকেট পড়ল। ফলে বড় রানের স্বপ্ন শেষ হয়ে গেল মুম্বইয়ের। তবে চেন্নাই ওয়াটসনের ব্যাটে ভর করে জয়ের পথে এগিয়ে চলেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা ১৬ ওভারে করেছে ১০৭ রান।

কুইন্টন ডি’ কক ও রোহিত শর্মা শুরুটা করেছিলেন ভালই। দু’ জনে ওভার পিছু নয় করে রান তুলছিলেন। শার্দুল ঠাকুরের বলে ডি’ কক (২৯) ফেরেন। তার পরেই দীপক চহার ধাক্কা দেন মুম্বই শিবিরে। অধিনায়ক রোহিত শর্মা ১৫ রান করে আউট হন। সূর্যকুমার যাদব ও ঈষাণ কিষাণ মুম্বইয়ের ইনিংস গড়তে পারেননি। নিয়মিত উইকেট পড়ল। পাণ্ড্য ভাইরাও ব্যাট হাতে ব্যর্থ। পোলার্ড শেষ পর্যন্ত টিকে থাকায় মুম্বই করল ৮ উইকেটে ১৪৯ রান। দীপক চহার (৩), শার্দুল ঠাকুর (২) ও ইমরান তাহির (২) বল হাতে সফল।

ভারতের প্রাক্তন অধিনায়ক কৃষ্ণমাচারি শ্রীকান্ত বলেছেন, ফিল্ডিং বিভাগেই দুর্বলতা রয়েছে সিএসকের। কিন্তু, চেন্নাই শিবির ফেভারিট একজনের জন্যই। তিনি মহেন্দ্র সিংহ ধোনি। ফাইনালেও দারুণ দল পরিচালনা করলেন। শেষ ওভারে পোলার্ড স্ট্রাইক নিচ্ছেন দেখে বল করতে ডেকে নিলেন ব্রাভোকে। তিনিই সব থেকে ভাল চেনেন মুম্বই-এর তারকা পোলার্ডকে। শেষ দু’টি বলে পোলার্ড দুটো চার মারায় মুম্বই ভদ্রস্থ রান করে।

চেন্নাই সুপার কিংস —

— ৯ ওভারে ১ উইকেটে ৭০। দু’ প্লেসি ফিরে গিয়েছেন ২৬ রানে। ওয়াটসন অপরাজিত ৩৩, রায়না ব্যাটিং ৮।

— ১০.৩ ওভারে ৩ উইকেটে ৭৩। দ্রুত ফেরেন রায়না, রায়ুডু।

— ১২.৪ ওভারে ৪ উইকেটে ৮২। রান আউট ধোনি।

(দ্য রিপোর্ট/একেএমএম/ মে ১২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর