thereport24.com
ঢাকা, শনিবার, ১ ফেব্রুয়ারি 25, ১৯ মাঘ ১৪৩১,  ২ শাবান 1446

আরেকটি বিদেশি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান

২০১৯ আগস্ট ০৪ ১৭:১৪:২৩
আরেকটি বিদেশি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান

দ্য রিপোর্ট ডেস্ক: তেল পাচারের অভিযোগে আরেকটি বিদেশি তেলবাহী ট্যাংকার আটক করেছে ইরান। একই সঙ্গে আটক করা হয়েছে ট্যাংকারটির সাত নাবিককে। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, কোনও একটি আরব দেশে তেল পাচারের চেষ্টা করছিল ট্যাংকারটি। তবে আরবের কোন দেশে তেল পাচার করা হচ্ছিল সে বিষয়ে কিছু জানানো হয়নি। গত মাসে ব্রিটিশ পতাকাবাহী আরেকটি ট্যাংকার আটক করে ইরানের বিপ্লবী গার্ডের সদস্যরা।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের উত্তেজনা চলার মধ্যে জুলাইতে উপসাগরীয় এলাকা থেকে ব্রিটিশ পতাকাবাহী ট্যাংকার স্টেনা ইম্পারো আটক করে ইরান। ওই সময়ে আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ এই জাহাজ পরিবহন রুটে উত্তেজনা ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে তেহরানের পক্ষ থেকে দাবি করা হয়, ইরানের একটি মাছ ধরার নৌকার সঙ্গে ধাক্কা লাগার পর ব্রিটিশ ট্যাংকারটি আটক করা হয়। পরে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী জানান, আটকের সময় তাদের জাহাজটি ওমানের জলসীমায় ছিল।

তবে নতুন করে আটক করা ট্যাংকার কোন দেশের নামে নিবন্ধিত তা জানা যায়নি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে উদ্ধৃত করে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইরানের বিপ্লবী গার্ডের নৌ-সদস্যরা পারস্য উপসাগর থেকে বিদেশি একটি জাহাজ আটক করেছে। ওই ট্যাংকারটিতে সাত লাখ লিটার তেল পরিবহন করা হচ্ছিল বলে জানানো হয়েছে। এসব তেল কোনও একটি আরব দেশে নিয়ে যাওয়া হচ্ছিল বলে বলা হয়েছে ওই খবরে। ইরানের বিপ্লবী গার্ডের কমান্ডার রামিজান জিরাহিকে উদ্ধৃত করে ওই খবরে বলা হয়েছে, ট্যাংকারে থাকা সাত নাবিককে আটক করা হয়েছে। তারা বিভিন্ন দেশের নাগরিক।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর