thereport24.com
ঢাকা, বুধবার, ৮ জানুয়ারি 25, ২৫ পৌষ ১৪৩১,  ৮ রজব 1446

মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা

২০১৯ আগস্ট ২৯ ১৩:৩৮:১১
মালয়েশিয়ায় কর্মরত অবস্থায় বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা

দ্য রিপোর্ট ডেস্ক: মালয়েশিয়ায় এক বাংলাদেশি যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। তার নাম আলামিন (২০)।

স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার কেলান্তান গোয়া মোসাং শহরের সেনডোরপ লোজিংয়ের একটি সবজি ক্ষেতে কর্মরত অবস্থায় তাকে কুপিয়ে হত্যা করা হয়।

বুধবার (২৮ আগস্ট) স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার দিকে পুলিশ নিহতের লাশ সবজি ক্ষেত থেকে উদ্ধার করে। তবে নিহত যুবকের বাড়ি বাংলাদেশের কোন জেলায় রিপোর্ট লেখা পর্যন্ত তা জানা যায়নি।

গোয়া মোসাং পুলিশ প্রধান মোহাম্মদ তাওফীক মাইডিন জানান, সকালে সবজি ক্ষেতে একজনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পোনডক লোজিং পুলিশ ফাঁড়িতে অভিযোগ দেয় স্থানীয়রা। পরে পুলিশ ওই বাংলাদেশিকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতের গলায় কয়েকটি কোপানোর দাগ রয়েছে।

তবে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা জানাতে পারেননি তিনি।

পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই বাংলাদেশিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য গোয়া মোসাং হাসপাতালে রাখা হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ২৯ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর