thereport24.com
ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি 25, ৩০ মাঘ ১৪৩১,  ১৩ শাবান 1446

ঢামেকে ডেঙ্গুতে ২ যুবকের মৃত্যু

২০১৯ সেপ্টেম্বর ০১ ১০:১৬:১০
ঢামেকে ডেঙ্গুতে ২ যুবকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক : ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ডেঙ্গু জ্বরে ইমতিয়াজ আহমেদ অপু (১৭) ও লালন মিয়া (১৮) নামে দুই যুবক মারা গেছে।

শনিবার বিকেল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ইমতিয়াজ ও রাত পৌনে ১১টায় লালনের মৃত্যু হয়।

ইমতিয়াজ নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মাতাইন গ্রামের সেকেন্দার আহমেদের ছেলে। তিনি স্থানীয় একটি কলেজের এইচএসসি প্রথম বর্ষের ছাত্র ।

ইমতিয়াজের চাচা আলমগীর হোসেন জানান, পাঁচ দিন আগে ইমতিয়াজের জ্বর হয়। পরে পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়লে গত শুক্রবার বিকেলে ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করা হয়।

অপরদিকে, শনিবার বিকেলে লালনকে ঢামেক হাসপাতালে ভর্তি কর হয়েছিল। রাত পৌনে ১১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। লালন ঢাকার যাত্রাবাড়ীর শনিরআখড়া এলাকায় থাকতেন। তার বাড়ি নেত্রকোনা জেলায়।

লালনের বাবা সাইদুল ইসলাম জানান, কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিল লালন।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া জানান, আইনি প্রক্রিয়া শেষে লাশ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১ ,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর