thereport24.com
ঢাকা, রবিবার, ২ জুন ২০২৪, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৫ জিলকদ  ১৪৪৫

মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

২০১৯ সেপ্টেম্বর ০৫ ১৮:১৪:৩৫
মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে বাংলাদেশ

দ্য রিপোর্ট ডেস্ক: দাপুটে পারফরম্যান্সে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করলো বাংলাদেশ। বৃহস্পতিবার বাছাই পর্বের ফাইনাল ওঠার সঙ্গে মূল আসরের টিকিটও নিশ্চিত হয়ে যায় সালমা খাতুনদের। ২০২০ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া টুর্নামেন্টে নবম দেশ হিসেবে জায়গা পেলো বাংলাদেশ।

বিশ্বকাপ বাছাইয়ের ফাইনালে উঠলেই মূল পর্ব নিশ্চিত, এমন সমীকরণের সামনে আয়ারল্যান্ড নারী দলের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। স্কটল্যান্ডের ফর্টহিলের ম্যাচটি ৪ উইকেটে জিতে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্ব নিশ্চিত করেছে সালমারা।

বোলিংয়ে আইরিশদের উড়িয়ে দিয়ে কাজটা সহজ করে নিয়েছিল বাংলাদেশের মেয়েরা। ফাহিমা খাতুনের ঘূর্ণিতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ৮৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। সহজ এই লক্ষ্য ৬ উইকেট হারিয়ে ৯ বল হাতে রেখে টপকে গেছে বাংলাদেশের মেয়েরা।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ০৫ ,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর