thereport24.com
ঢাকা, সোমবার, ২০ মে 24, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১,  ১২ জিলকদ  1445

মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত বদলাবে না

২০১৯ সেপ্টেম্বর ১১ ১৬:৩৩:০৮
মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত বদলাবে না

দ্য রিপোর্ট প্রতিবেদক: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে টোল আদায়ের সিদ্ধান্ত থেকে সরে আসার কোনো সম্ভাবনা নেই।

বুধবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তিনি এসব কথা বলেন।

মহাসড়কে টোল আরোপের বিষয়ে সরকার কি অনড়? জানতে চাইলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘প্রধানমন্ত্রী নিজেই ঘোষণা দিয়েছেন। এরপর তো নড়ন-চড়নের কোনো বিষয় নেই।’

টোল আরোপের সিদ্ধান্ত কবে থেকে বাস্তবায়িত হবে জানতে চাইলে তিনি বলেন, ‘এটার প্রক্রিয়া চলছে। পৃথিবীর সব দেশেই সড়কে টোল আছে।’

‘সড়ক তো মেরামত করতে হয়, সংস্কার করতে হয়। সড়ক যারা ব্যবহার করবে, সব দেশেই তাদের টোল দিতে হয়। বাংলাদেশ কেন ব্যতিক্রম থাকবে?’

টোলের হার নির্ধারণের বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রক্রিয়া চলছে, মন্ত্রণালয় থেকে বিআরটিএকে নিয়ে বিষয়টা রিজন্যাবল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।

যাত্রীবাহী গাড়ি, পণ্যবাহী গাড়ি সব গাড়িকেই টোল দিতে হবে। একেকটার একেক রকম টোল হবে।’

মহাসড়কে টোল আদায়কে গণবিরোধী বলেছে বিএনপি এ বিষয়ে তিনি বলেন, ‘তারা কোনো ফোর লেন করেনি, কাজেই তাদের এসব বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই।’

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ১১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর