thereport24.com
ঢাকা, সোমবার, ১৩ জানুয়ারি 25, ৩০ পৌষ ১৪৩১,  ১৩ রজব 1446

যশোরে বাসচাপায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ২

২০১৯ সেপ্টেম্বর ২৪ ১৫:০৫:৪৭
যশোরে বাসচাপায় মাদ্রাসাছাত্রীসহ নিহত ২

যশোর প্রতিনিধি: যশোরে ঝিকরগাছা উপজেলায় যাত্রীবাহী বাসচাপায় মাদ্রাসাছাত্রীসহ দুজন নিহত হয়েছেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের উপজেলার মল্লিকপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঝিকরগাছা উপজেলার মল্লিকপুর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে তৈয়বা (৯) ও বেলেতলা গ্রামের তরিকুল ইসলাম (২৩)।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ টিটু কুমার নাথ জানান, সকালে যাত্রীবাহী বাসটি যশোর থেকে সাতক্ষীরা যাচ্ছিল। পথে ওই এলাকায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী তরিকুল ও মাদ্রাসাছাত্রী তৈয়বাকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তরিকুলের মৃত্যু হয়। এ সময় আহত হয় মাদ্রাসাছাত্রী তৈয়বা।

তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৪,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর