thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি 25, ২৯ মাঘ ১৪৩১,  ১২ শাবান 1446

বিএনপি নেতাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হবে: কাদের

২০১৯ সেপ্টেম্বর ২৯ ১৪:৪২:৪১
বিএনপি নেতাদের দুর্নীতির শ্বেতপত্র প্রকাশ হবে: কাদের

দ্য রিপোর্ট প্রতিবেদক: ক্ষমতায় থাকাকালে বিএনপি নেতারা ব্যাপক দুর্নীতি করেছেন দাবি করে তাদের সেই দুর্নীতির শ্বেতপত্র প্রকাশের ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বিএনপি নেতাদের অবৈধ সম্পদের হিসাব নেয়া হবে বলেও জানান তিনি।

রোববার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে শহীদ রমিজউদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের সামনে আন্ডারপাস নির্মাণ প্রকল্পের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

চলমান অভিযানে সম্পর্কে জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেতাদেরও সম্পদের হিসাব বের করা হবে। শুধু মন্ত্রী-এমপি কেন, প্রত্যেকেরই দুর্নীতি তথা ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা কে কত টাকার মালিক প্রত্যেকের ব্যাপারে শ্বেতপত্র প্রকাশ করা হবে।’

নিরাপদ সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টি গুজব জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এটি গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন সেটিই যথাযথ। এ বিষয়ে কথা বলার একমাত্র তিনিই অধিকার রাখেন।

(দ্য রিপোর্ট/আরজেড/সেপ্টেম্বর ২৯,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর